পি এইচ (pH)

21 January, 2025 5 mins min read Bangla
  • Description

পি এইচ (pH)

মাটির যত প্রকার রাসায়নিক বৈশিষ্ট্য আছে তার মাঝে একটা অন্যতম গুরুত্বপূর্ণ একটা বৈশিষ্ট্য হলো পি এইচ (pH)।

পি এইচ কি?

বৈজ্ঞানিক সঙ্গা অনুযায়ী পি এইচ হচ্ছে কোনো দ্রবনে বিদ্যমান হাইড্রোজেন আয়নের ঘনমাত্রার ঋনাত্মক মান। সহজ ভাষায় বুঝতে গেলে, পি এইচ হচ্ছে কোনো দ্রবনের বেলায় তা কত খানি অম্ল বা ক্ষর।

পি এইচ স্কেল নির্ধারন করা হয় ১ থেকে ১৪ পর্যন্ত। যার ৭ হচ্ছে নিরপেক্ষ। আর আমাদের গাছের প্রজাতির ওপর ভিত্তি করে সুনির্দিষ্ট পিএইচ সমৃদ্ধ মাটি বাছাই করা হয়।

পিএইচ এর ওপর ভিত্তি করে মাটি প্রধানত ৩ প্রকার।

  • অম্লীয় বা এসিডিক মাটি: পিএইচ রেঞ্জ ১ থেকে ৬ পর্যন্ত।
  • নিরপেক্ষ মাটি: পিএইচ রেঞ্জ ৭।
  • ক্ষারীয় মাটি: পিএচ রেঞ্জ ৮ থেকে ১৪।

বিভিন্ন ফসল আমাদের বিভিন্ন সুনির্দিষ্ট পিএইচের মাটিতে ভাল ফলন দেয় ।যেমন চা ভালো ফলন দেয় এসিডিক মাটিতে, ধান ভাল ফলন দেয় নিরপেক্ষ পিএচ এ সব থেকে বেশি।

এজন্য অবশ্যই আমাদের জমিতে চাষাবাদের শুরুতে আমাদের পিএইচ মেপে নিতে হবে। অন্যথায় যথাযথ পরিচর্যার পরেও আমরা উপযুক্ত ফলন পাওয়ার সম্ভাবনা কম হতে পারে।